শীতের সাথে সাথে পাল্লা দিয়ে কুমিল্লায় বেড়েছে গ্যাসের তীব্র সংকট

সিটিভি নিউজ।।  রোকসানা আক্তার মজুমদার  ভ্রাম্যমাণ প্রতিনিধি (কুমিল্লা) জানান === ভোর পাঁচটায় পর পরই চলে যাচ্ছে গ্যাস, দুপুরে মিটমিট করে জ্বললেও বিকেল থেকে স্বাভাবিক হতে হতে রাত দশটা বাজে। সকালের নাস্তা দুপুরের খাবার এমনকি রাতের খাবারে নিয়েও কুমিল্লা জেলা বিশেষ করে সদর দক্ষিণ এলাকার জনসাধারণ পরেছেন চরম ভোগান্তিতে।

শীত সাথে পাল্লা দিয়ে অনবরত বেড়েই চলেছে গ্যাসের বিশালাকার সংকট। সমগ্র কুমিল্লা সহ সারাদেশে কমবেশি এই সংকট দেখা দিয়েছে। তারমধ্যে কুমিল্লা সদর দক্ষিণে গ্যাস সংকটের হার তীব্র।

সদর দক্ষিণের উত্তররামপুর এলাকার স্থানীয় এক গৃহবধূ ফেরদৌসী আক্তার জানান, গ্যাস সংকটের কারণে সময় মত রান্না করাটা অত্যান্ত কষ্টদায়ক, ঘরে বয়োজ্যেষ্ঠ ও বাচ্চাদের নিয়ে আছি অনেক কষ্টে। সময়মতো রান্নাবান্না করে বাচ্চাদের টুকটাক কাজ শেষ করে সময় মতো স্কুল- কলেজে পাঠানোটাও হয়ে উঠেছে কষ্টদায়ক।

দেখা যায় বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের সংকটে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এবং সিএনজি স্টেশন মালিক দের মধ্যেও চরম হতাশা বিরাজ করছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রোবিউশন কোম্পানী লিঃ এর উপব্যবস্থাপক (ইন্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মর্তুজা রহমান প্রতিনিধি কে জানান ‘টিমিএল থেকে গ্যাস ৩৫০ প্রেসারে পাওয়ার কথা ওখানে আমরা পাই ৭০/৮০ পিএসআই’ তাই এই গ্যাস সংকট দেখা দিয়েছে।

তাছাড়া সদর দক্ষিণে গ্যাসের অপ্রত্যাশীত ঘাটতির কথা জানতে চাইলে প্রকৌশলী আরও বলেন এখানে আলাদা কোন বিষয় নেই। লাইন একই এখানে আমরা কোথাও নিয়ন্ত্রণ করছি না।==

সংবাদ প্রকাশঃ ০৮০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ