শিক্ষার্থীদের  খেলাধুলার পাশাপাশি আরো  নম্র ও ভদ্র ব্যবহারে অভ্যস্থ হতে হবে’ = এড. আবুল  হাসেম খান এমপি

 সিটিভি নিউজ।।      সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং  সংবাদদাতা জানান ====
যে জাতি যত উন্নত সে জাতি তত ভদ্র ও নম্র হয়। ছেলেমেয়েদের উপর দেশের ভবিষ্যাত নির্ভর
করছে। কথায় আছে, ‘আজকের ছেলেমেয়েরাই কালকের ভবিষ্যাত’। ভবিষ্যতে উন্নত সুঠাম জাতি গঠনে ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।আজকের ছাত্র/ছাত্রীদের উপর দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হবে। তাই ভবিষ্যাত উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং উন্নত
জাতি গঠনে খেলাধুলার পাশাপাশি আরো নম্র ও ভদ্র আচরণে অভ্যস্থত হতে হবে। কারণ নম্র ব্যবহার ও নৈতিক শিক্ষার ভূমিকা অপরিসীম। উপরোক্ত কথাগুলো বলেন কুমিল্লা-৫ আসনের এমপি এড.  আবুল হাসেম খান। তিনি গতকাল ২৫ মার্চ   বিকেলে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নেনর
‘ছাত্র/ছাত্রীদের খেলাধুলার পাশাপাশি আরো
নম্র ও ভদ্র ব্যবহারে অভ্যস্থ হতে হবে’
বুড়িচংয়ের পূর্বহুড়ায় মসজিদ ও বঙ্গবন্ধু
কর্ণারের উদ্বোধনকালে এমপি এড. আবুল
হাসেম খঁান
আলমগীর হোসেন
যে জাতি যত উন্নত সে জাতি তত ভদ্র ও নম্র
হয়। ছেলেমেয়েদের উপর দেশের ভবিষ্যাত নির্ভর
করছে। কথায় আছে, ‘আজকের ছেলেমেয়েরাই
কালকের ভবিষ্যাত’। ভবিষ্যতে উন্নত সুঠাম
জাতি গঠনে ছেলে মেয়েদের লেখাপড়ার
পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে
হবে।আজকের ছাত্র/ছাত্রীদের উপর দেশের
গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হবে। তাই ভবিষ্যাত
উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং উন্নত
জাতি গঠনে খেলাধুলার পাশাপাশি আরো নম্র ও
ভদ্র আচরণে অভ্যস্থত হতে হবে। কারণ নম্র ব্যবহার ও
নৈতিক শিক্ষার ভূমিকা অপরিসীম। উপরোক্ত
কথাগুলো বলেন কুমিল্লা-৫ আসনের এমপি এড.
আবুল হাসেম খান। তিনি গতকাল ২৫ মার্চ
বিকেলে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের
বীরমুক্তিযোদ্ধা মো. ময়নাল হোসেন, ষোলনল
ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হাজী
বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন কুমিল্লা
জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী
ছিদ্দিকুর রহমান, পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আতিক উল্লাহ ভুইয়া, দেশ
টিভির জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া,
বিশিষ্ট সমাজ সেবক সাবেক সাংগঠনিক
সম্পাদক মো. গোলাম ফারুক, আওয়ামীলীগ
নেতা মো. দেলোয়ার হোসেন ধনু, মো.
হাফিজুর রহমান, কায়েদে আজম, মো. নজরুল
ইসলাম মেম্বার, মো. মনির হোসেন মেম্বার,
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ
আলী ফুল মিয়া, সিনিয়র শিক্ষক ছাদেকুর
রহমান, মো. আবু তাহের, খোরশেদ আলম, ফজলুল
হক, সামসুন্নাহার, মো. আবদুল কাদের মাস্টার,
আ: লতিফ, মোস্তফা খান, আবুল কাশেম,
মাজেদুল ইসলামসহ এলাকার সুশীল সমাজের
নেতৃবৃন্দ।

সংবাদ প্রকাশঃ  ২৬-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ