শিক্ষক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালী ও আলোচনা সভা

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন       ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি  জানান ====
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এ প্রতিপাদ্য বিষয়েক সামনে রেখে (২৭ অক্টোবর)
শিক্ষক দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার সকাল সারে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী
উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক
আলোচনা সভার মধ্য দিয়ে এদিবসটি পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন
সাহেবাবাদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান। গীতা পাঠ করেন বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী
অধ্যাপক অলক কুমার দাস। অনুষ্ঠানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) সোহেল রানা’র সভাপতিত্বে ও অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, মহিলা ভাইস
চেয়ারম্যান তাহমিনা হক পপি, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
ফারুক আহাম্মদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ,
সাহেবাবাদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, শেখ মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও
সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোহাম্মদ হোসেন। উপস্থিত ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, অধ্যক্ষ
যথাক্রমে অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ হুমায়ন কবির, অধ্যক্ষ পিজিউল আলম, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ
আনিছুর রহমান মজুমদার সোহেল, প্রধান শিক্ষক যথাক্রমে আবু হানিফ, গোলাম মোস্তফা, মোশারফ
হুসেন, মোঃ হুমায়ন কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ।
শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা প্লে-কার্ড নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন
জানান। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপাররা
উপস্থিত ছিলেন।
অপরদিক বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে  শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ‌র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ হাজী মোঃ মফিজুল ইসলাম,সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ,  অধ্যক্ষ যথাক্রমে মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবু ইউসুফ ভূইয়া, ভাইস প্রিন্সিপাল মোঃ আবুল হোসেন সরণ, মিজানুর রহমান ভূইয়া, ভাইস প্রিন্সিপাল মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মাওলানা অধ্যক্ষ আবুল হোসেন আলকাদেরী, প্রধান শিক্ষক  যথাক্রমে মোস্তাফিজুর রহমান, লিলু মিয়া বিএসসি, আজহারুল ইসলাম ভূইয়া, কবির হোসেন, অমল কৃষ্ণ পাল, প্রশান্ত কুমার, মোঃ মনির হোসেন,  হাবিবুর রহমান ভূইয়া জীবন, আলী আকবর, মিজানুর রহমান খান ও  কামরুল হাসান চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন ।সংবাদ প্রকাশঃ  ২৭-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ