শত বছরের এই পুরনো রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবীতে মানব বন্ধন

সিটিভি নিউজ।।     কামরুজ্জামান কানু সংবাদদাতা জানান == # জামালপুরের দেওয়ানগঞ্জে শত বছরের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে পৌরসভার চিকাজানি চৌরাস্তা মোড়ে এক মানববন্ধনের পালিত হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার সচেতন নাগরিক, রিক্সা ভ্যান ও সিএনজি চালকের আয়োজনে এ মানবন্ধনের কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধনে উপস্থিত বক্তারা বলেন, দেওয়ানগঞ্জ উপজেলা সহ কুড়িগ্রাম, রৌমারী, রাজীবপুর এবং গাইবান্ধার হাজার হাজার যাত্রী এই রাস্তা ধরে প্রতিদিন দেওয়ানগঞ্জ রেলওয়ে ষ্টেশনে যাতায়াত করে। বর্তমানে সীমানা প্রাচীর নির্মাণের কারণে এই রাস্তাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। যার কারণে যাত্রী সাধারণ বিপল্প রাস্তা না পেয়ে অনেক দূর ঘুরে স্টেশনে পৌঁছাতে হয়।

বক্তারা আরো বলেন, সর্বসাধারণের সুবিধার জন্যে দ্রুত সীমানা প্রাচীরটি সরিয়ে শত বছরের এই পুরনো রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগে   জানা যায়, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা উপজেলা প্রশাসনের চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করে। সীমানা প্রাচীর নির্মাণের কারণে দেওয়ানগঞ্জ সরকারি কলেজ রোড থেকে রেলওয়ে ষ্টেশনে যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। এই রাস্তাটি বি আর এস রেকর্ডের নকশায় অন্তর্ভুক্ত রয়েছে।

সংবাদ প্রকাশঃ  ২১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ