লাকসামে সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিটিভি নিউজ।।     মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার লাকসামে ঢাকা আহসান উল্লাহ টেকনিক্যাল ইন্সটিটিউটের মেধাবী ছাত্র সাইফুল ইসলাম সোহানের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাফরগঞ্জ বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানান, সাইফুল ইসলাম সোহান লাকসাম উপজেলার নগরীপাড়া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে। গত ৮ এপ্রিল পাশবর্তী চিকুনিয়া গ্রামের মিজান হাজারীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে দেড় মাস যাবৎ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থেকে গত ১৮ মে রাত সাড়ে দশটায় মৃত্যুবরণ করেন সোহান। এ ঘটনায় মিজান হাজারী ও তার ছেলে মেহেদী হাসান এবং নগরীপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদ ও তার দুই ছেলেকে অভিযুক্ত করে নিহতের পিতা রুহুল আমিন লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের নগরীপাড়া গ্রামের আবদুল ওয়াদুদ পাশবর্তী চিকুনিয়া গ্রামের মিজান হাজারী নামক এক ব্যাক্তির নিকট টাকা পাওনা ছিল। গত ৮ এপ্রিল দুপুরে সোহান মুদাফরগঞ্জ বাজারে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুপুরের খাবার খেতে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে নগরীপাড়া গ্রামের পাওনাদার আবদুল ওয়াদুদ তার অন্যান্য সঙ্গী সহ জোর করে চিকুনিয়া গ্রামের মিজান হাজারীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে সোহানকে মিজান হাজারীর বাড়িতে নিয়ে যায়। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে মিজান হাজারী ও তার লোকজন ধারালো বটি দা দিয়ে সোহানের মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। এতে সোহান মাটিতে পড়ে গড়াগড়ি করতে শুরু করে। এমতাবস্থায় পাওনাদার আব্দুল ওয়াদুদ ও দেনাদার মিজান হাজারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সোহানকে মুদাফরগঞ্জের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা ট্রমা সেন্টারে নেয়া হয়। ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা সোহানের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেলের আইসিইউতে দীর্ঘ দেড়মাস চিকিৎসাধীন থাকার পর গত ১৮ মে সোহান মৃত্যুবরণ করেন।
এদিকে শনিবার সকালে সোহানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাফরগঞ্জ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন, নিহতের পিতা রুহুল আমিন, স্থানীয় সমাজসেবক আলমগীর হোসেন, রায়হান হোসেন জিসান ও এটিএম আলমগীর সহ আরো অনেকে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা লাকসাম থানার সাব ইনসপেক্টর আমিরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ‘মামলাটি আমরা প্রথমে ৩২৬ ধারায় রুজু করেছি। এখন যেহেতু সোহান মারা গেছে, সে ক্ষেত্রে সোহানের মরদেহের সুরতহাল রিপোর্ট পাওয়ার পর মামলাটি ৩০২ ধারায় রুজু করার জন্য আমরা আদালতে আবেদন করবো।’  সংবাদ প্রকাশঃ  ২২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ