‘রোজায় ডায়াবেটিস রোগীর চিকিৎসা’ও ‘সবার জন্য সুস্থ্য কিডনি’ শীর্ষক আলোচনা এবং আপনজন সম্মাননা

সিটিভি নিউজ।।     নিজস্ব প্রতিবেদক   জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে রোজায় ডায়াবেটিস রোগীর চিকিৎসা এবং সবার জন্য সুস্থ্য কিডনি শীর্ষক আলোচনা এবং আপনজন সম্মাননা প্রদান করা হয়েছে।
১৪মার্চ ২০২৩ মঙ্গলবার রাতে কুমিল্লা ক্লাব মিলনায়তনে ডায়াবেটিক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলু। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সৌরভের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের অনারারি কনসালটেন্ট ডা. মোঃ  আতাউর রহমান জসীম।
আলোচক ছিলেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌসী বিথী। ডায়াবেটিস, কিডনি সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মতামত প্রদান করেন কুমিল্লার সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ  ডা. মোঃ আবদুল লতিফ, গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন।
অনুষ্ঠানে আপনজন সম্মাননা দেয়া হয়, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজ সেবক, কুমিল্লার বিশিষ্ট নারী নেত্রী প্রয়াত ডা. যোবায়দা হান্নান কে মরণোত্তর এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির জমিদাতা মোশাররফ হোসেন খান চৌধুরীকে। প্রয়াত ডা. যোবায়দা হান্নানের পক্ষে তাঁর  ছেলে ক্যাপ্টেন জাবেদ ওয়ালী সায়মন ও ডা. যোবায়দা হান্নান ফাউন্ডেশনের সভাপতি ডা. এমকেএম আবদুস সেলিম   সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মাহাবুব মজুমদার, গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ  অধ্যাপক ডা.আব্দুর রব সরকার, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, সমাজসেবা কর্মকর্তা কবির হোসেন,এডভোকেট শহীদুল হক স্বপন, এডভোকেট নাজনীন কাজল, এডভোকেট জাহাঙ্গীর আলম ভুঁইয়া, এডভোকেট মাহবুবুর রহমান, এডভোকেট সেলিম মিয়া,  ডা. শহীদ শামিম, অধ্যাপক  ডা. শামীমা আক্তার রেখা, ডা. আব্দুল্লাহ আল হাসান, প্রিন্সিপাল সৈয়দ আবদুল কাইয়ূম, প্রিন্সিপাল নজরুল ইসলাম, প্রিন্সিপাল মফিজুল ইসলাম,প্রিন্সিপাল মহিউদ্দিন লিটন, ডা. মাহাবুব রশীদ, প্রধান শিক্ষক খায়ের, কলেজ শিক্ষক আতিক ও আবুল হোসেম সরণ, স্কুল শিক্ষক সিরাজুল ইসলাম, জাকির হোসেন, জামাল উদ্দীন, তাহমিনা ও ইফাত সুলতানা,  সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, সাংবাদিক নয়ন, ডা. হেদায়েতুল ইসলাম সোহাগ, আজাদ সরকার লিটন, সাইদুল ইসলাম মামুন,ভ্যাট কর্মকর্তা ওমর ফারুক, ডা. ইরফান মিশু, ডা. উম্মে সালমা টুকটুক  সহ ব্রাহ্মণপাড়া-বুড়িচং-কসবা-দেবিদ্বার  উপজেলার রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ ১৫০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ