রূপগঞ্জে লকডাউনের বিরূদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : মহামারী করোনা ভাইরাসের প্রভাব বিস্তার নিয়ন্ত্রণে সরকারের দেয়া লকডাউনের বিরূদ্ধে সোমবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কের উভয়দিকে ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন গাউছিয়া মার্কেট দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইলিয়াছ ভুঁইয়া, সমিতির কর্মকর্তা আব্দুল আওয়াল ভুঁইয়া, অর্থসম্পাদক মাসুদ কবির, নাদিম আল মাসুদ, শাহিন মোল্লা, আফজাল হোসেন, মোকতার হোসেন, আসলাম মোল্লা, আলম বাদশা, আলআমিন, ওবায়দুল হক ও হাজী খোরশেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গাউছিয়া মার্কেট সারা বাংলাদেশের একটি বৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট। করোনা ভাইরাসের প্রভাবে গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরা আজ ধ¦ংসের পথে। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই আমরা ক্রয় বিক্রয় করবো। আমাদের ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। সভায় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান বলেন, সরকারের দেয়া লকডাউন সকলকেই মানতে হবে। তবে ব্যবসায়ীদের দাবি সরকারের উর্ধ্বত্বন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সংবাদ প্রকাশঃ  ৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ