রূপগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২৩ মামলার আসামি নিহত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাসেদুল ইসলাম শাহিন ওরফে সিটি শাহীন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে দুপুর ২টার দিকে চনপাড়ার ১ নম্বর ওয়ার্ডের বালুরমাঠে সিটি শাহীন গুলিবিদ্ধ হন। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুল্লাহ আল মোমেন বলেন, হত্যা, ডাকাতি, মাদকসহ ২৩টি মামলার আসামি নিহত শাহীন মিয়া ওরফে সিটি শাহীন। সে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তাকে এর আগেও গ্রেপ্তার করতে গিয়ে র‌্যাব-১ এর একটি দল ব্যর্থ হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায় র‌্যাব-১।
নিহত মো. রাসেদুল ইসলাম শাহিন ওরফে সিটি শাহীন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মজিবুর রহমানের ছেলে। চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হিসেবে ব্যানারও সাটিয়েছিল সে।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ প্রতিবেদককে বলেন, চনপাড়ায় মাদকের স্পটে বৃহস্পতিবার র‌্যাব-১ এর একটি দল অভিযান চালায়। এ সময় মাদক কারকারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় সিটি শাহীন নামে এক মাদকের গডফাদার গুলিবিদ্ধ হয়। তার বিরুদ্ধে মাদক, হত্যাসহ ২৩টি মামলা রয়েছে। আহত অবস্থায় শাহীনকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চনপাড়ার অভিযানে র‌্যাবের পাঁচ সদস্য আহত হয়েছেন।
র‌্যাবের মুখপাত্র বলছেন, বুয়েটছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজনদের ধরতে গতকাল চনপাড়ায় ওই অভিযান হয়নি। আগে থেকে তাঁদের কাছে তথ্য ছিল, ওই এলাকায় মাদকের বড় চক্র সক্রিয়। তবে পুলিশ ফারদিনের ঘটনায় আলাদাভাবে বৃহস্পতিবার চনপাড়া এলাকায় অভিযান চালিয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১২-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email