রূপগঞ্জে কলেজ ছাত্র রিয়ন হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের ছাত্র রাকিবুল ইসলাম রিয়ন (১৭) হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার (২ এপ্রিল) সকালে মানবন্ধন হয়েছে। ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কাঞ্চন ব্রীজ এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সলিমউদ্দিন চৌধুরী কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকাবাসীসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অলিউল্লাহ মীর। বক্তব্য রাখেন, জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান আফজল, নিগাস সুলতানা, স্থানীয় মহিলালীগ নেত্রী পারভীন আক্তার, শিক্ষক নূর মোহাম্মদ, কলেজ ছাত্র ফাহিম বাদশা, তুহিন, তানভীর মোল্লা, রাসেল মোল্লা, রাকিব মোল্লা, রিয়নের দাদা মোঃ শাহজাহান প্রমুখ।
উল্লেখ গত ২৭ মার্চ জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দিন দুপুরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রিয়নের মা জোসনা বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুুলিশ এজাহার নামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করেছে।

সংবাদ প্রকাশঃ  ২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email