রাণীশংকৈলে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত বিতরণ 

সিটিভি নিউজ।।   সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (৯ জানুয়ারি) বিকালে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে উপজেলা এরিয়ার ১২টি শাখায় ১২৭ জন মানুষের মাঝে শীতবস্ত হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও যোনাল ম্যানাজার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি যোনাল অডিট অফিসার আব্দুল আলীম মোল্লা।
এছাড়াও উপজেলা শাখা এরিয়া ম্যানাজার আব্দুল ওয়ারি, শাখা ব্যবস্থাপক আঃ বাতেন খন্দকার প্রমুখ।
এছাড়াও গ্রামীন ব্যাংক শাখার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক।এর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। প্রতিবছর  গ্রামীন ব্যাংক এমন কনকনে শীতে শিতবস্ত্র বিতরণ করে থাকে।সংবাদ প্রকাশঃ ১০০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ