যৌন হয়রানীর প্রতি শূণ্য সহনশীলনতা নীতিমালা গাইডলাইন উন্মোচন

সিটিভি নিউজ।।    যৌন হয়রানীর প্রতি শূণ্য সহনশীলনতা নীতিমালা উন্মোচন । কমব্যাটিং  জেন্ডার বেজড ভায়োলেন্স শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও মত বিনিময় সভা ২২ ফেব্রুয়ারী সকালে কুমিল্লা চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক নীতিমালা এবং বৈষম্য,হয়রানি ও নির্যাতন বিরোধী আচরণবিধি বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি   কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি নাজমা আশরাফী। কুমিল্লা চেম্বার অব কমার্স এর সহ সভাপতি ইফতেখার খানের সভাপতিত্বে এই সভায় স্বাগত বক্তব্য রাখেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী,যৌন হয়রানীর প্রতি শূণ্য সহনশীলনতা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ফারহানা আফরোজ, এবং বিসিক এর ডিজিএম  ‍মুনতাসির মামুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন বেঙ্গল ড্রাগসএর পরিচালক মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে কুমিল্লা চেম্বার অব  কমার্স  এর সদস্য কারখানার মালিক ও পরিচালকগণ অংশ নেন।

সংবাদ প্রকাশঃ  ২২-০২-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ