যারা এ দেশের স্বাধীনতা চাই নি, যারা এদেশের উন্নয়ন চাই নি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে— খাদ্যমন্ত্রী

সিটিভি নিউজ।।    মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি ঃ- যারা এদেশের স্বাধীনতা চাই নি, যারা এদেশের উন্নয়ন চাই নি তারাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে, ৫৭০ সাবান দিয়ে গোসল করিয়ে আর রিলিফ এর কাপড় দিয়ে দাফর করলে এ দেশ থেকে বঙ্গবন্ধুর নাম চিরদিনের মত মুছে যাবে। কিন্তু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরো বেশী শক্তিশালী হয়েছে, আরো বেশী এদেশের আপামর জনসাধারণের মনে জায়গা করে নিয়েছেন। গত ২০ ডিসেম্বর রবিবার বেলা ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আজ বঙ্গবন্ধুর যোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যখন উন্নয়নের চরম শেখরে পৌছে দিচ্ছেন, ঠিক তখনই সেই ৭১ এর পরাজিত শক্তি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই আবার সেই রূপ ধারণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করছে, দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা জানে না শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়ন। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুল খালেক, প্রচার সম্পাদক রঞ্জিত কুমার, অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মুজিব গ্যান্দা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাহারুল ইসলাম বুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত প্রমুখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী কল্যাণ তহবিল হতে দুঃস্থ্য অসুস্থ্যদের মাঝে চিকিৎসার জন্য চেক ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সংবাদ প্রকাশঃ  ২১১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ