যাবজ্জীবন সাজা রেখে ওষুধ আইনের অনুমোদন

সিটিভি নিউজ।।    নকল ওষুধ বিক্রি, বিতরণ ও উৎপাদন করার বিষয়ে যাবজ্জীবন সাজার বিধান রেখে ওষুধ আইন ২০২৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মাহবুব হোসেন জানান, এ আইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে কেবল ওষুধই না, প্রসাধনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন আইনের নামকরণ করা হয়েছে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’। অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে এ আইনে।তিনি জানান, মেডিকেল ডিভাইস ব্যবহার করার বিষয়েও নতুন ধারা যুক্ত করা হয়েছে। প্রসাধনী উৎপাদন, বিতরণও এই আইন দিয়ে নিয়ন্ত্রিত হবে। ওষুধ প্রসাধন অধিদফতর এ কাজ করবে।

তিনি আরও জানান, এখন থেকে নতুন করে প্রসাধনী উৎপাদন করতে হলে সরকারের লাইসেন্স বা অনুমোদন নিতে হবে। সেই সঙ্গে নতুন ওষুধ আইনে ৩০টি অপরাধ যুক্ত করা হয়েছে। যা আগের আইনে ছিল না।

এছাড়াও কপিরাইট আইন, ২০২২ এর অনুমোদন দেয়া হয়েছে।এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।

সংবাদ প্রকাশঃ ০৬০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ