মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত

সিটিভি নিউজ।।     মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি, সিলেটঃ মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় শহরের শাহ্ মোস্তফা সড়কের পাশে গণকবরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ, জেলা পুলিশ, মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা ইউনিট সহ অন্যন্যরা।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
সভায় উপস্থিত ছিলেন,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন, স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।সংবাদ প্রকাশঃ ২৬০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ