মৌলভীবাজারে করোনায় একদিনে ৯৪ জন করোনায় আক্রান্ত – মৃত্যু ১

সিটিভি নিউজ।।    মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারে একদিনে জেলায় করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড হয়েছে আজ । একদিনে ৯৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৭ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৪৬টি নমুনা পরীক্ষায় এই ৯৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৮%। গতকাল এই আক্রান্তের হার ছিলো ৫২ শতাংশ।
জেলায় এ পর্যন্ত মোট ৩৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি। মোট সুস্থ হয়েছেন ২৭৫০ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১০ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মারা গেছেন আরও একজন। তিনি ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের রোগী। জেলায় এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্ত ৯৪ রোগীর মধ্যে রাজনগরের ১০ জন, কুলাউড়ার ১৬ জন, বড়লেখার ৫ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ১১ জন, জুড়ীর ৮ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪২ জন।সংবাদ প্রকাশঃ  ০৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ