মোবারকগঞ্জ সুগার মিলের ২০২১-২২ মাড়াই মৌসুমের উদ্বোধন

সিটিভি নিউজ।।   দক্ষিনাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্টান কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চার টায় মিলের ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এটি সুগার মিলের ৫৫ তম আখ মাড়াই মৌসুম।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপেরশনের ইক্ষু উন্নয়ন ও গবেষনা বিভাগের পরিচালক কৃষিবিদ আশরাফ আলী। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, আখ কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সম্পাদক মাসুদুর রহমান মন্টু, ত্রিলোচনপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু, শিমলা রোকনপুর ইউপি চেয়ারম্যান নাসির চৌধরী, আখচাষী শাহজাহান আলীসহ মিলের অন্নান্য কর্মকর্তা শ্রমিক ও আখচাষীরা। অনুষ্টান শেষে এ মিলের বৃহত্তম আখচাষী শাজাহান আলী ও প্রথম আখ সরবরাহকারী কৃষককে ক্রেষ্ট উপহার প্রদান করা হয়। এরপর মিলের ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধনের পর এক দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এবার ৪৭ মাড়াই কার্ষ্যদিবসে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯’শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়ে ৭ শতাংশ। এছাড়াও ৭ হাজার আখ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে মিলটি।

সংবাদ প্রকাশঃ  ৩১-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ