মুরাদনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সভা

সিটিভি নিউজ ।।    মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরাময় ও ঝরে পড়া রোধকল্পে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের সাথে মতবিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, হাজী মকসুদ আলী গাউছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ তাজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, পরমতলা সব্দর খান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কুড়াখাল মাদরাসার সুপার মোঃ জসিম উদ্দিন।

সংবাদ প্রকাশঃ  ২২-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ