মুরাদনগরে রবি মৌসুমে বাস্তবায়িত প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া শাহী ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্র্তা মো. নুর আলম।

সিটিভি নিউজ।।    এম ফয়জুল ইসলাম, মুরাদনগর থেকে :===========
রবি-২০২২-২৩ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শণীর মাঠ দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া শাহী ঈদগাঁহ মাঠে ওই মাঠ দিবস পালন করা হয়।
মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্র্তা মো. নুর আলম।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার সাহার উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য সেলিম মুন্সী। স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সাম মিয়া, বক্তব্য রাখেন, মার্কেটিং কর্মকর্তা আবদুর রব, প্রদর্শণীর কৃষক জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, মডেল মসজিদের ইমাম মাওলানা সফিকুল ইসলাম।
মাঠ দিবসে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম ফয়জুল ইসলাম, কৃষক জয়নাল আবেদীন, হুমায়ুন কবীর, রেজাউল করিম, আমজাদ হোসেন, মানিক মিয়া ও রেজাউল করিম স্বপন প্রমুখ।
বক্তারা রবি-২০২২-২৩ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শণী নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়। এতে শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।  সংবাদ প্রকাশঃ ১৪০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ