মুরাদনগরে মিনি ফুটবল টুর্ণামেন্টে তিতাসের দড়িমাছিমপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
  সিটিভি নিউজ।।   হালিম সৈকত,  কুমিল্লা।।

আলীরচর ফুটবল ফেডারেশন আয়োজিত আলীরচর মিনি নাইট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে আলীরচর চাঁনমিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মুরাদনগর উপজেলার বাঁশের বাড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে তিতাস উপজেলার দড়িমাছিমপুর স্পোর্টিং ক্লাব।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কুমিল্লা-৩ আসনের এমপি আলহাজ্ব ইউসূফ আবদুল্লাহ হারুণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, চাঁনমিয়া মোল্লা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর শামসুল হক মোল্লা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান,  মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ (তমাল)  প্রমুখ।
সভাপতিত্ব করেন আলীরচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ তরিকুল ইসলাম (তারা মিয়া)।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃ মীর সামসুল হক ও আবুল কাশেম খান।
হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে আতশবাজীর মনোমুগ্ধকর শব্দে মুখরিত হয় পুরো এলাকা। টানটান উত্তেজনাপূর্ণ খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। পরে খেলা গড়ায় ট্রাইব্রকারে। এতে দড়মাছিমপুর স্পোর্টিং ক্লাব বাঁশের বাড়ি রেস্টুরেন্ট নহল চৌমুহনী একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

তিতাস উপজেলা তথা দড়িমাছিমপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে কাপ গ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের নির্বাহী কমিটির অন্যতম সদস্য  ও তিতাস উপজেলা  আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোঃ নাসির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের অন্যতম সদস্য মোঃ শেখ ফরিদ প্রধান,  তিতাস উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোসলেম মিয়া,  তিতাস উপজেলা যুবলীগ নেতা করিম মুন্সি, আতাউর রহমান সরকার শানু, বলরাম ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোবারক হোসেন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী, দড়িমাছিমপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ফরিদ বেপারী, তিতাস উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আরিফুল ইসলাম মুন্সি, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল,  সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ,  শফিকুল ইসলাম মেম্বার, মোঃ উজ্জ্বল সরকার  ও আবদুস সাত্তার  প্রমুখ।সংবাদ প্রকাশঃ  ২৭১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email