মুরাদনগরে মসজিদের মুসল্লির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী পূর্বপাড়া জামে মসজিদে এতেকাফরত মুসল্লির উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের একাংশ। সিটিভি নিউজ।।     ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর  ===
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী পূর্বপাড়া জামে মসজিদে এতেকাফরত মুসল্লির উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এলাকার সর্বাত্মক জনগণ একত্রিত হয়ে গাজিরহাট বাজারে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত পহেলা মে তারাবীহ ও বেতের নামাজের সালাম ফিরানোর পর পরই স্থানীয় জাহাঙ্গীর আলম ইমরুলের নেতৃত্বে একদল বখাটে মসজিদে প্রবেশ করে এতেকাফরত এক মুসল্লির উপর অতর্কিতে হামলা চালায়। এতে আব্দুস সামাদ ভূইয়া নামে এক মুসল্লি গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকার সকল শ্রেনি পেশার লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বক্তারা উক্ত ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরে গাজিরহাট বাজার থেকে রাজাবাড়ী পূর্বপাড়া জামে মসজিদ পযর্ন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক কাউসার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক ইউনুস মোল্লা, বলিঘর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ওসমান মিয়া, শিক্ষক নেতা আবুল কালাম আজাদ, জিনোদপুর ইউপি সদস্য মর্জিনা আক্তার, ব্যবসায়ী রফিকুল ইসলাম, আবন মোল্লা, ওয়াহিদ মিয়া, সবির ভূইয়া, আব্দুল মতিন, সুমন ভূইয়া, ইকবাল মামুন, পারভেজ ভূইয়া, শাকিল মিয়া, মাসুম ভূইয়া ও জাকির হোসেন প্রমুখ।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম ইমরুলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

সংবাদ প্রকাশঃ  ১৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ