মুরাদনগরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়বাংলা একাদশ চ্যাম্পিয়ন

মুরাদনগর উপজেলার খুরুইল এবিসি ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী জয়বাংলা একাদশকে এলইডি টিভি তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবির।

সিটিভি নিউজ।।      ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান === :
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের খুরুইল এবিসি ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এবিসি ক্লাব মাঠে অনুষ্ঠিত উক্ত খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে কমিটির সিদ্ধান্ত মোতাবেক খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। স্বাসরুদ্ধকর এ খেলায় সোনার বাংলা একাদশকে ৪-৩ গোলে হারিয়ে জয়বাংলা একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জণ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও খুরুইল আলিম মাদরাসার সভাপতি আলমগীর কবির। মাস্টার আলামুল হুদা লাল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাস্টার ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ, আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মুন্সী, কাজী সফিকুল ইসলাম, সাজেদুল ইসলাম মাসুদ, ডা: মানিক চন্দ্র রায়, লিয়াকত আলী সরকার ও প্রফুল্ল চন্দ্র সূত্রধর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খুরুইল আলিম মাদরাসার সভাপতি আলমগীর কবির বলেন, বর্তমান প্রজন্মকে মাদক মুক্ত রাখতে খেলার কোন বিকল্প নেই। শুধু টুর্নামেন্টের আয়োজন করে মাঠে আসলে চলবে না, তোমাদের প্রতিনিয়ত খেলার সাথে সম্পৃক্ত থাকতে হবে। তাহলেই এ প্রজন্মকে ভয়াবহ মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে।
খেলা শেষে বিজয়ী জয়বাংলা একাদশকে এলইডি টিভি ও পরাজিত একাদশ সোনার বাংলা একাদশকে ট্রফি তুলে দেওয়া হয়।

সংবাদ প্রকাশঃ  ০২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে অথবা লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ