মুরাদনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মুরাদনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করছেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

সিটিভি নিউজ।।      মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহন করলেও ধারাবাহিক খেলায় জয়লাভ করে ফাইনালে অংশগ্রহন করে ৪টি বিদ্যালয়। ফাইনাল খেলার শুরুতে প্রথম অংশ নেয় থোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। এর মধ্যে থোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ০-২ গোলে পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে বিজয়ী হয়।
পরের খেলায় অংশগ্রহন করেন নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। এর মধ্যে নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ০-১ গোলে দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে বিজয়ী হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপত্বি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরি, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, সৈয়দ সওকত আহাম্মদ, কামাল উদ্দিন খন্দকার, ভিপি জাকির, আব্দুল কাদের প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ২২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ