মুরাদনগরে পদমর্যাদা বৃদ্ধির দাবিতে টানা ১৫দিন কর্মবিরতি দিশেহারা সেবা প্রত্যাশিরা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

ক্যাপশন: রবিবার পূর্ণদিবস কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে এভাবেই পদমর্যাদা বৃদ্ধির দাবিতে টানা ১৪দিনের মতো কর্মবিরতি করছে।

সিটিভি নিউজ।।      মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে সারা দেশের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদমর্যাদা বৃদ্ধির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। গুরুত্বপূর্ণ এই দুই অফিসের কর্মচারীরা টানা ১৫দিনের কর্মবিরতির ফলে দিশেহারা হয়ে পরেছে সেবা প্রত্যাশিরা।
জানা যায়, গত ১৫ নভেম্বর থেকে সারা দেশের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির ১২ হাজারের বেশি কর্মচারী পদমর্যাদা বৃদ্ধির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
কর্মবিরতির বিষয়ে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি মোঃ হারুন অর-রশিদ বলেন, ১৫-৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবো। আমাদের অনেকেই আছে ৩০ বছর চাকরি করে অবসরে গেছেন। অফিস সহকারী হিসেবে কাজ শুরু করেছিলো। সেই পদ থেকেই অবসর নিয়েছে। মন্ত্রণালয়ে কর্মরতরা পদোন্নতি পেলে মাঠ প্রশাসনের স্টাফরা কেন পাবেন না।
সেবা প্রত্যাশি উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ফরিদ মিয়া বলেন, আমি খুব বিপদে পরে জমি বিক্রি করেছি। কিন্তু খারিজ ছাড়া দলিল দিতে পারতেছি না। ভূমি অফিসে এসেও কাউকে পাচ্ছিনা। খারিজের চিন্তায় এখন আমি দিশেহারা।
আরেক সেবা প্রত্যাশি ছালিয়াকান্দি ইউনিয়নের আবদুল আলিম বলেন, ইউএনও অফিসে গিয়ে কাউকে পাচ্ছি না। পরে শুনলাম তারা নাকি দাবি আদায়ে আন্দোলন করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, কর্মবিরতির ফলে সেবা প্রত্যাশিতদের পাশাপাশি অফিসেরও কিছু সমস্যা হচ্ছে। যেহেতু দাবি পূরণে স্থানীয়ভাবে কিছু করার সুযোগ নেই। সে কারণে চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিয়েই অফিসের কাজ চালিয়ে নিতে হচ্ছে।

সংবাদ প্রকাশঃ  ৩০১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email