মুরাদনগরে নির্বাচনী সহিংসতায় ২৫ স্থানে ৫ পুলিশ সদস্যসহ আহত ১০১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সের দুইটি গাড়ি ভাংচুর। ২ জন গুলিবিদ্ধ

সিটিভি নিউজ।।   ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর থেকে:===
কুমিল্লার মুরাদনগরে গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনের জের ধরে ২৪টি স্থানে সংঘর্ষ, হামলা, লুটপাটের ঘটনা ঘটছে। গত দুই দিনে উপজেলার সাহেবনগর, রামচন্দ্রপুর, শ্রীরামপুর, গাইটুলি, কাজিয়াতল, নবীপুর, রায়তলা, লক্ষিপুর, মোস্তফাপুর, দেওড়া, বাখরাবাদ, ভূবনঘর, ধামঘর, কৃষ্ণপুর, বেনীখোলা, বাখরনগর, আছানপুর, জাহাপুর, দক্ষিণ দিঘলদী, কামাল্লা, যাত্রাপুর, কৈজুরী, পাঁচপুকুরিয়া ও কোদালকাটা এলাকায় এই সকল সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় নারী পুরুষসহ প্রায় ১০১জন আহত হয়েছে। এদের মধ্যে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০জন ও পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১জনকে চিকিৎসা দেয়া হয়।
এছাড়াও উপজেলার পরমতলা ৬নং ওয়ার্ড এলাকায় ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সের দুইটি গাড়ি ভাংচুর করে স্থানীয়রা। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া পাঁচ পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষন করা হলে পরমতলা গ্রামের আলাউদ্দিন মুন্সি (২২) ও তানজিম মুন্সি (২৫) নামের ২ যুবক গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর থেকে আতংকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাজমুল আলম জানান, নির্বাচনী পরবর্তী সহিংসতায় ৮০জন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সের গাড়ি ভাংচুরের ঘটনায় ১০জনকে আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে। বিভিন্ন স্থানের মারামারি ঘটনায় এখন পর্যন্ত ৩টি লিখিত অভিযোগ পেয়েছি। সকল অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতিটি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংবাদ প্রকাশঃ  ০১-০২-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ