মুরাদনগরে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি  জানান ===
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লার কোম্পানীগঞ্জ-নবীনগর ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করেছে। মুরাদনগর উপজেলার গাজীরহাট বাসষ্ট্যান্ডে প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী জড়ো হয়ে বৃহস্পতিবার দুপুরে ওই সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, গাজীরহাট বাজারে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সুরক্ষার স্বার্থে কিছু গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। যে সিদ্ধান্ত সকলে এক বাক্যে মেনে নেয়। কিন্তুু দু:খের বিষয় হচ্ছে, বলিঘর গ্রামের জালাল মিয়া, সুজন মিয়া ও গাজীপুর গ্রামের সুক্কু মিয়া একটি কুচক্র মহলের প্ররোচনায় কুমিল্লার ৮নং আমলী আদালতে ৩টি মামলা করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও হয়রানিমূলক। এ ঘটনায় ব্যবসায়ীদের স্বার্থ যেমন ক্ষুন্ন হচ্ছে, তেমনি ভবিষ্যতে বাজারের সুরক্ষা বা শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সার্বিক বিবেচনায় মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে তাঁরা।
বাজার কমিটির উপদেষ্টা এজিএম আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা নাছির উদ্দিন নয়ন মাস্টার, সমাজ সেবক আব্দুর রউফ, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ক্যাশিয়ার সফিকুল ইসলাম স্বপন, সদস্য রাসেল মিয়া, ব্যবসায়ী আল-আমিন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা গোলাম মহিউদ্দিন মেম্বার, অজি উল্লাহ মাষ্টার, খোকন মিয়া, ইউপি সদস্য গোলাম মুর্শিদ, কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম ও সমাজ সেবক আব্দুল কাদির মেম্বার প্রমুখ।
অপর দিকে মামলার বাদী ওই ৩ জনের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।সংবাদ প্রকাশঃ  ২১-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email