মুরাদনগরে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আটক ৩ ডাকাত কারাগারে

মুরাদনগরে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আটক ৩ ডাকাতকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়।

সিটিভি নিউজ।।        ফয়জুল ইসলাম ফয়সাল মুরাদনগর থেকে : সংবাদদাতা জানান ===
কুমিল্লার মুরাদনগরে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আটক ৩ ডাকাতকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ওই ডাকাতদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।
জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার জাহাপুর, ছালিয়াকান্দি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অবরোধ করে রাস্তা ও বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিল। মঙ্গলবার রাতে সুবিলারচর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সাড়াশি অভিযান চালায়। পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের আব্দুল মতিন ভান্ডারীর ছেলে মেহেদী মামুন (৩৬), তার সহযোগি একই গ্রামের জাকির হোসেনের ছেলে রিপন হোসেন (২৯) ও নারান্দিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রকিবুল মিয়া (২৩)। এ সময় তাদের কাছ থেকে ৩টি রামদা ও ৩টি ছোড়া উদ্ধার করা হয়।
ধৃত ডাকাত মেহেদী মামুন পাশ^বর্তী তিতাস থানার তালিকাভূক্ত অস্ত্র, ডাকাতি ও অপহরণসহ ১৮ মামলার আসামী। রকিবুল মিয়া ৫ মামলার আসামী। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ৮নং আমলী আদালতে সোপর্দ করলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমান তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারা এ এলাকায় ডাকাতি করে আসছে। অবশেষে তারা পুলিশের জালে ধরা পড়েছে। থানা এলাকা ডাকাতিমুক্ত করতে ধৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদ করে শিকরসহ মূল উপড়ে ফেলতে পুলিশ কাজ করছে।

সংবাদ প্রকাশঃ  ১৯২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ