মুরাদনগরে জাতীয় সমবায় দিবস পালিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

কুমিল্লার মুরাদনগরে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বনার্ঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

সিটিভি নিউজ।।       ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর থেকে :==========
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরেও ৫০তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে একটি বনার্ঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা ফ্যাসিলেটর জাহিদুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান জসিম উদ্দিন, শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, বিআরডিবির পরিচালক সফিকুল ইসলাম, সমবায়ীদের পক্ষ থেকে সম্পাদক বিল্লাল হোসেন, আবু ছাদেক, মনির হোসেন, বাহেরা বেগম, আল আমিন।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও সমবায় পরিদর্শক রফিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক শামীম আহম্মেদ, এন এ মুরাদ ও ফয়জুল ইসলাম ফয়সাল প্রমুখ।
আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের মুয়াজ্জিন মাওলানা আমজাদ হোসেন। শেষে সরকারি কোষাগারে অডিট সেস ও সিডিএফ প্রদানে উপজেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া সমবায় সমিতি গুলোকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

সংবাদ প্রকাশঃ  ০৬-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email