মুরাদনগরে কেজি প্রতি দুই টাকা লাভে ক্রেতা পাচ্ছে ১৭টি নিত্য পন্য

সিটিভি নিউজ।।     কুমিল্লা প্রতিনিধি:  ভালো ছোলা খুচরা বাজারে ১শ ২০টাকা। ক্রেতা এখানে পাচ্ছে ১শ ২টাকা। কেজিতে ১৮ টাকা লাভ ক্রেতার। মুড়ি কেজি প্রতি ৮০ টাকা। ক্রেতা পাচ্ছে ৬৮ টাকায়। ১২ টাকা লাভ। চিনি খুচরা বাজারে ১শ ৪০ টাকা। এখানে ক্রেতা পাচ্ছে ১২৮ টাকায়, ১২টাকা সাশ্রয়। এভাবে ১৭ টি পণ্য বিক্রি হচ্ছে। প্রাইকারি বাজার থেকে দুই টাকা লাভে বিক্রি এমন ব্যানার টানিয়ে বিক্রি হচ্ছে নিত্য পণ্য।
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামে হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে এই দোকান দিয়েছে এক দল যুবক।
গতকাল মঙ্গলবার প্রথম রোজা থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন। মাস ব্যাপি এই কার্যক্রম পরিচালনা করবেন তারা।
সরেজমিনে গিয়ে চোখে পরে দোকোনে হুমরি খেয়ে মালামাল কিনছেন কিছু ক্রেতা। তাদের মধ্যে থেকে কথা হয় জমিলা বেগমের সাথে। তিনি বলেন, ‘পাঁচশ টাকা নিয়ে এই দোকানে এসে যে মালামাল কিনছি তা বাজার থেকে কিনতে গেলে ৫শ টাকা লাগতো। অভাবের সময় ১শ টাকা আমার কাছে অনেক বেশি।’
অটোচালক মহসিন বলেন, আগে কখনো এমন উদ্যোগ আমার চোখে পরে নাই। আমাদের মতো দিন এনে দিন খাওয়া লোকদের জন্য এমন কার্যক্রম প্রশংসনীয়। অপর দিকে যারা কারসাজি করে নিত্য পণ্যের দাম বাড়িয়ে আমাদের কে কষ্ট দেয়, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো ব্যবসায়ী হওয়ার আগে মানুষ হওয়া জরুরি।
হিলফুল ফুজুল যুব সংগঠনের সভাপতি এ.এস.এম বাহারুল হাসান বুলবুল বলেন, সংগঠনের ফান্ডের টাকা থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। ১৭টি পন্য আমরা বিক্র করছি। প্রতিটি পন্যে কেজি পতি ২টাক লাভ করছি। গাড়ি ভাড়া ও গার্তি পোষিয়ে নিবো আমরা দুই টাকা লাভ থেকে।##

সংবাদ প্রকাশঃ ১২০৩২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন