মুরাদনগরে কৃষক খোকন হত্যার প্রধান আসামী আটক

 সিটিভি নিউজ।।     এম ফয়জুল ইসলাম, মুরাদনগর থেকে ঃ===
কুমিল্লার মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রামের কৃষক আব্দুল বারেক ওরফে খোকন মিয়া (৬২) হত্যা মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিন (৪৭) কে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। নিহত খোকন মিয়া (৬২) মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বুধবার রাতে কুমিল্লা কোতোয়ালী থানার মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস।
প্রসঙ্গত ২০২২ সালের ১৮ ডিসেম্বর রাতে উপজেলার ১৪নং নবীপুর ইউনিয়নের গকুলনগর গ্রামের কৃষক খোকন মিয়ার বাড়ির পাশের জমি থেকে রাতে ভেকু দিয়ে মাটি নিয়ে যাচ্ছিল গিয়াস উদ্দিন। এতে বাঁধা প্রদান করায় খোকন মিয়াকে বেলচা দিয়ে আঘাত করলে হাসপাতালে নেওয়ার পথেই তাহার মৃত্যু হয়।
এঘটনায় নিহত খোকন মিয়ার ছেলে আবদুল কাইয়ূম বাদী হয়ে গিয়াস উদ্দিনকে প্রধান আসামী করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই গিয়াস উদ্দিন ও অন্যান্য আসামীরা আত্মগোপনে থাকেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, হত্যা মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিনকে গ্রেফতারপূর্বক বৃহষ্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের আটক অভিযান অব্যহত।

সংবাদ প্রকাশঃ ০২০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ