মুরাদনগরে কমিউনিটি ক্লিনিক ভবন উদ্বোধন

কুমিল্লার মুরাদনগরে ক্লিনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।

সিটিভি নিউজ।।      ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর  সংবাদদাতা জানান ===
‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ’ এই শ্লোগানকে সামনে রেখে একটি নবনির্মিত কমিউনিটি ক্লিনিক ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের জাড্ডা গ্রামে ওই ক্লিনিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইনের সভাপত্বিতে এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম, ক্লিনিকের জমিদাতা ইঞ্জিনিয়ার রাশেদুল হায়দার জুয়েল, আন্দিকুট ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: সিরাজুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, বণ কুমার শিব, কাইয়ুম ভূইয়া, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, ডালপা দাখিল মাদরাসার সভাপতি ইঞ্জিনিয়ার মনির খান, বাঙ্গরা থানা যুবলীগের আহ্বায়ক নাইউম খান, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম তুহিন, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম ও শিক্ষক নেতা এমরান হোসেন রিপন প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প হিসেবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০২০-২১ অর্থবছরে জাড্ডা কমিউনিটি ক্লিনিক ভবন নির্মাণ করা হয়।    সংবাদ প্রকাশঃ  ১-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ