মুন্সীরহাট ব্লাড ব্যাংকের উদ্যোগে চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   মোঃ বেলাল হোসাইন   চৌদ্দগ্রাম, কুমিল্লা থেকে ==  কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিভার্সিটি ও কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীদের সংগঠন মুন্সীরহাট ব্লাড ব্যাংকের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন সমগ্র কুমিল্লার অন্তত ২০টি স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠনের নেতৃবৃন্দ। গত শুক্রবার (১৫ই অক্টোবর) দুপুরে উপজেলার মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজ মিলয়নায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক। মুন্সীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ মোঃ আরিফুল ইসলাম লতিফীর সভাপতিত্বে এবং মুন্সীরহাট ব্লাড ব্যাংকের সভাপতি ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা রাখেন প্রভাষক মাওঃ গোলাম সারোয়ার বুলবুল, মুফতি এস এম মাছুম বিল্লাহ, বাংলা প্রভাসক কবি শাহজাহান, ডিগ্রী কলেজের শিক্ষক মফিজুর রহমান, আলোকিত চৌদ্দগ্রামের বার্তা সম্পাদক বেলাল হোসাইন, সামাজিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মাসুদ হোসেন, ব্যবসায়ী জয়নাল আবেদীন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ব্লাড কানেকশান বাংলাদেশ, ব্লাড কানেকশান কুমিল্লা, চৌদ্দগ্রাম সরকারী কলেজ হেল্প সোসাইটি, রয়েল কিং ক্লাব, ফেলনা হেল্থ ফোরাম, স্বপ্নসেবা ফাউন্ডেশন, আনন্দ সংঘ, স্বপ্নপুরন ফাউন্ডেশনসহ অন্তত ২০টি স্বেচ্ছাসেবী ও রক্তদানকারী সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপস্থিত অতিথিবৃন্দ। পরে ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এবং মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।   সংবাদ প্রকাশঃ  ১৬-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email