মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য নিশ্চিত করবে ২৩ সালের বিজয় ===জাসদ

সিটিভি নিউজ।।     জাসদ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় কক্সবাজার লালদীঘিরপাড়স্থ বঙ্গবন্ধু সড়কে জেলা জাসদ সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন- সংকটকে পুঁজি করে দেশে যড়যন্ত্র চলছে। রাজাকারেরা ক্ষমতায় যাওয়ার যড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন বানচালের চক্রান্ত, সংবিধান বানচালের চক্রান্ত ও বৈশ্বিক সংকট মোকাবেলা- এই তিন সংকট মোকাবেলা করে আগামী ২০২৩ সালের নির্বাচনে বিজয় নিশ্চিত করবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য। ঐক্য ছাড়া এ বিজয় ছিনিয়ে আনা কিছুতেই সম্ভব নয়। তাই ঐক্যের বিকল্প নাই।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোছাইন মাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, সহ-সম্পাদক নুর আহমদ, খোরশেদ আলম অদুদ, দপ্তর সম্পাদক অজিত কুমার দাশ হিমু, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আবদুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক কায়সার হামিদ, জনসংযোগ সম্পাদক মোঃ আবু তৈয়ব, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুরুল আলম সিকদার, সংখ্যালঘু ও আদিবাসী বিষয়ক সম্পাদক রতন দাশ, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মোঃ আমান উল্লাহ, একরামুল হক কন্ট্রাক্টার, আবদুর রহমান, মোঃ আমান উল্লাহ আমান, শাখাওয়াত হোসেন সবুজ, রফিকুল ইসলাম, মোঃ জাকের হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর সাধারণ সম্পাদক শাহদাত হোছাইন ও মোঃ শাহীন, মোঃ বেলাল প্রমুখ।
সমাবেশে বক্তারা আরো বলেন- জাসদ এক হাতে সমাজতন্ত্র অন্য হাতে মুক্তিযুদ্ধের ঝা-া নিয়ে চলে। জাসদ কখনোই বাংলাকে তালেবান বানাতে দেবে না। জাসদ-আওয়ামী লীগ ঐক্য থাকবে, আমরা ২৩ সালের নির্বাচনে জিতবো। প্রধানমন্ত্রী জাসদের কাছে বলিষ্ট ভূমিকা কামনা করেছেন।
জাসদ ৫০ বছরে সামরিক স্বৈরাচার, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।
বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে বক্তারা বলেন, দেশে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকটের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে জনগণকে বলবো, সময় দেন, ধৈর্য ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট মোকাবেলা করবেন।
জাসদ চলমান রাজনীতিতে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ মোকাবেলা করে আসছে। সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গিবাদের জন্মজমিন ‘সাংস্কৃতিক-সাম্প্রদায়িকতা’র বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক সংগ্রাম পরিচালনা করার জন্য জাসদ ১৪ দলীয় জোটকে কার্যকর করার পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলসহ সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক দল-ব্যক্তি-মহলের বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহবান জানান। ==বার্তা প্রেরক  অজিত কুমার দাশ হিমু।

সংবাদ প্রকাশঃ  ০১-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ