মিমপ্রেক্স’র কীটনাশক প্রয়োগে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৭ বিঘা জমির তামাক নষ্ট

সিটিভি নিউজ।।  মানিক ঘোষ    ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কীটনাশক প্রয়োগ করে ৪ কৃষকের ৭ বিঘা জমির তামাক পাতা পুড়ে নষ্ট হয়ে গেছে। হরিণাকুন্ডু উপজেলার শাখারিদহ বাজারের মেসার্স শামীম এন্টারপ্রাইজ থেকে একই উপজেলার বাসুদেবপুর গ্রামের ছালাম লস্কর,শামীম,জনি ও আল-আমীন নামের ৪ কৃষক জাবপোকা মারার জন্য ঝিনাইদহ বিসিক শিল্প নগরীতে অবস্থিত মিমপ্রেক্স এগ্রো কেমিক্যাল কোম্পানির তরল প্যানেল ঔষধ কিনে জমিতে প্রয়োগ করার পর ৭ বিঘা জমির তামাক পাতা পুড়ে নষ্ট হয়ে যায়।এরই ফলে তারা নিঃস্ব হয়ে পড়েছে।ভুক্তভোগী কৃষক ছালাম লস্কর জানান, আমার সাড়ে ৩ বিঘা জমিতে মেসার্স শামীম এন্টারপ্রাইজ থেকে মিমপ্রেক্স কোম্পানির তরল প্যানেল ঔষধ নিয়ে তার তামাক ক্ষেতে স্প্রের মাধ্যমে প্রয়োগ করার পরেরদিন থেকে একে একে তামাকের পাতা পুড়তে থাকে। যা ৬/৭ দিনের মাথায় সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে পচে যায়। তবে মিমপ্রেক্স কোম্পানির প্রতিনিধিরা ক্ষেত পরিদর্শন করলেও তারা জানান তাদের কোম্পানি কোন ক্ষতি পূরণ দিতে পারবে না। পারলে যে দোকান থেকে ঔষধ কিনে প্রয়োগ করেছেন সেই দোকান থেকে ক্ষতি পূরণ নেবেন। অপরদিকে মেসার্স শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী চাঁদ আলী ক্ষতি পূরণ দিতে অপারগতা প্রকাশ করেন এবং কৃষক ছালাম লস্করকে অকথ্য ভাষায় গালি-গালাজ দিতে থাকে ও এবিষয়ে আর কিছু বললে তাকে হাত পা ভেঙ্গে ফেলার হুমকি দেয়।এর ফলে তারা মানবেতর জীবনযাপন করছে। নিরাপত্তা হীনতার মধ্যে দিয়ে তারা চরম হতাশায় দিন কাটাচ্ছে। এতে করে তাদের ৪ কৃষকের প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।এতো বড়ো ক্ষতি পুষিয়ে উঠা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান তারা।এবিষয়ে ভুক্তভোগী কৃষকেরা জেলা প্রশাসক,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ঠ উর্দ্ধতণ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ প্রকাশঃ ০১০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ