মাদক পরিহার করে যুব সমাজকে পাঠাগারমুখী হতে হবে- ইউএনও

সিটিভি নিউজ।।  গত ২৯ মার্চ    গলিয়ারা দক্ষিণ ইউনিয়নস্থ মোহাম্মদপুর (উলুরচর) গ্রামে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর সহযোগিতা ও ছাত্রনেতা আরিফুর রহমান এর উদ্যোগে ‘স্বপ্নচূড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার পাঠাগার’ উদ্বোধন করা হয়।

এতে পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক মোঃ ইমাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, কুমিল্লা সিটি করপোরেশন এর ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা তথ্য কর্মকর্তা, সাবেক মেম্বার আব্দুল হালিম, সাবেক মেম্বার আঞ্জুমান আরা বেগম, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী স্মৃতি পাঠাগার এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান মজুমদার, উলুরচর যুব উন্নয়ন পাঠাগার এর সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আকিব মজুমদার, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ও উলুরচর যুব উন্নয়ন পাঠাগার এর উদ্যোক্তা জিসান মজুমদার, গলিয়ারা উত্তর ইউনিয়ন ছাত্র লীগের সহসভাপতি সোহেলসহ এলাকার বিশিষ্টজনেরা।

বক্তারা তাদের বক্তব্যে পাঠাগার গুরুত্ব তুলে ধরেন। মাদক নির্মূলে পাঠাগারের সক্রিয় ভূমিকা রাখার কথা তুলে ধরেন।

আলোচনা সভার শুরুতে ফিতা কেঁটে পাঠাগারটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উল্লেখ্য পাঠাগারটি উপজেলা প্রশাসন ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ কর্তৃক উদ্যোগ নেওয়া “মুজিব শতবর্ষে শত পাঠাগার ” একটি।

সংবাদ প্রকাশঃ ৩০০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ