মাথাপিছু আয়ে ভারতকে ছাড়ালো বাংলাদেশ

সিটিভি নিউজ।।         মাথাপিছু আয়ে প্রতিবেশী দেশ ভারতকে ছাড়ালো বাংলাদেশ। চলতি ২০২০-২১ অর্থবছরে দেশটিকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে বলা হয়, বর্তমানে বাংলাদেশের বার্ষিক মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় তা ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা।

অন্যদিকে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার। যা বাংলাদেশের চেয়ে ২৮০ ডলার কম। বাংলাদেশির মুদ্রায় ভারতের মাথাপিছু আয় ১ লাখ ৬৫ হাজার ১৭০ টাকা। অর্থাৎ বাংলাদেশের একজন নাগরিক ভারতের একজন নাগরিকের চেয়ে বছরে ২৩ হাজার ৭৫৩ টাকা বেশি আয় করেন।

করোনা ভাইরাস মহামারি এবং এটি মোকাবিলায় নেওয়া লকডাউন দেশটির অর্থনৈতিক সংকোচনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এক পূর্বাভাসে বলা হয়েছিলো, করোনা ভাইরাসে কারণে ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হবে। সে তুলনায় বাংলাদেশে ইতিবাচক প্রবৃদ্ধি হবে।

এ কারণেই বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ চলে আসবে বলে ওই পূর্বভাসে বলা হয়।

গত অর্থবছরে (২০১৯-২০) বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে (২০১৮-১৯) মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। তবে ২০০৭ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের মাথাপিছু আয়ের অর্ধেক ছিল।

সংবাদ প্রকাশঃ  ২৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ