মহান বিজয় দিবস ২০২১ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।     গত ১৮ ডিসেম্বর ২০২১ জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে মহান বিজয় দিবস ২০২১ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ শওকত ওসমান, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, কুমিল্লা, মো: কামরুজ্জামান, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা, নীতিশ সাহা, আহবায়ক, কুমিল্লা প্রেস ক্লাব, মো: আবুল হাসনাত বাবুল, সম্পাদক, সাপ্তাহিক অভিবাদন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ নূরুল হক, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা। বক্তাগন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে দেশে এখন উন্নয়নের বিপ্লব চলছে। উন্নয়নের এই ধারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও নেতৃবৃন্দও প্রশংসা করেছেন। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। সকল ক্ষেত্রে দুর্নীতি দূর করতে হবে। বঙ্গঁবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দারিদ্রের বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই যুদ্ধে সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় জয়লাভ করে ২০৪১ সনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর। বক্তাগন বলেন, এই লক্ষ্যে সরকার কাজ করছে। সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বক্তাগন বলেন, মূল্যবোধের অবস্থানের জন্য সমাজের সচেতন অংশ অনেকাংশে দায়ী। এজন্য ভালো কাজকে উৎসাহিত করতে সকলের প্রতি আহবান জানান।

সংবাদ প্রকাশঃ  ১৯-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ