মহাদেবপুরে কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ

সিটিভি নিউজ।।      মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের চেরাগপুর (মাষ্টারপাড়ায়) যাতায়াতের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছে গ্রামবাসী। গ্রামবাসীরা জানান, ওই রাস্তা দিয়ে ৫টি পরিবারের প্রায় ৫০ জন মানুষের যাতায়াত এবং তাদের প্রায় ১শ বিঘা জমির ধান ও খড় বাড়িতে নিয়ে যাওয়ার একমাত্র রাস্তা। এ রাস্তা দিয়েই তারা ধান মাড়াইয়ের মেশিন, ভুটভুটি ও পাওয়ার টিলারে করে ধান ও খড় বাড়িতে নিয়ে যেতেন। রাস্তাটি বন্ধ করে দেয়ায় চলতি আমন মৌসুমের কাটা ধান বাড়িতে নিয়ে আসতে পারছেন না। ওই গ্রামের প্রবীণ ব্যক্তি ও সাবেক প্রধান শিক্ষক মোঃ মোজাফফর রহমান জানান, তারা বাপ-দাদার আমল থেকে ওই রাস্তা দিয়ে গরু ও মহিষের গাড়িতে করে ধান নিয়ে আসতেন। কিন্তু গত শুক্রবার ওই গ্রামের মৃত সাদু মন্ডলের পুত্র মোঃ মোসলেম উদ্দীন রাস্তার জায়গাটি তাদের দাবী করে তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে নেয়। এতে তারা তাদের জমির ধান ও খড় ঘরে তুলতে না পেরে সীমাহীন দুর্ভোগে পড়েছেন। তিনি আরো জানান, অচিরেই রাস্তাটি মুক্ত করে না দেয়া হলে তাদের ধান ও খড় নষ্ট হওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে মোঃ মোসলেম উদ্দীন বলেন, জমিটি তার, আগে সেখানে চলাচলের প্রশস্ত রাস্তা দিয়েছিলাম, এখন আর ওভাবে রাস্তা দিতে পারব না। তাছাড়া তাদের পায়ে চলার রাস্তা রেখে আমার জায়গা ঘিরে নিয়েছি। চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু জানান, চলাচলের রাস্তা কোন ভাবেই কেউ বন্ধ করতে পারবে না। আমি ঢাকা থাকার কারণে ঘটনাস্থলে যেতে পরিনি, স্থানীয় মেম্বারকে বিষয়টি মিমাংসা করার জন্য দায়িত্ব দিয়েছি। তারপরও যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে আমি ফিরে গিয়ে মিমাংসা করে দেয়ার চেষ্টা করব।#

সংবাদ প্রকাশঃ  ১৫-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ