মনোহরগঞ্জে সুদের টাকা অনাদায়ে দোকানে তালা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     আবদুর রহিম, মনোহরগঞ্জ (কুমিল্লা) :সংবাদদাতা জানান ====
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলাধীন ঝলম দক্ষিন ইউনিয়ন পোমগাঁও গ্রামের ফজর আলীর ছেলে কুয়েত
প্রবাসী মোঃ আনোয়ার হোসেন (৫৫) সুদ ব্যবসায় বেপরোয়া হয়ে উঠে। একই গ্রামের আহম্মদ
উল্লাহ মুন্সির ছেলে আনোয়ার হোসেন ভূঁইয়া পোমগাঁও বাজারে দীর্ঘদিন ধরে কনফেকশনারীর ব্যবসা
করে আসছে। গত সোমবার বিকালে পোমগাঁও বাজারে মায়ের দোয়া ভ্যারাইটিজ ষ্টোরের মালিক
আনোয়ার হোসেন ভূইয়ার নিকট সুদি আনোয়ার সুদের টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির
মাঝে অতর্কিত হামলা করে দোকানে তালা দিয়ে দেয়।
ঘটনার পর দোকানদার বাজার কমিটি ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নিকট সুদি
আনোয়ার হোসেন এর বিরুদ্ধে অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে দোকান মালিক আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ৪ বছর আগে তিনি একই
উপজেলার পোমগাঁও গ্রামের আনোয়ার হোসেনের কাছ থেকে প্রতি মাসে এক লাখ টাকার বিপরীতে ২
হাজার টাকা সুদ দেওয়ার ষ্ট্যাম্প চুক্তিতে ১লক্ষ টাকা ঋন নিয়েছিলেন। ইতিমধ্যে ৪ বছরের মাসিক ২
হাজার টাকা করে সুদ ও মূল টাকার ৮০ হাজার টাকা পরিশোধ করেছেন। ২০ হাজার টাকা বাকী ছিল।
ব্যবসায়ীক অবস্থা খুবই খারাপ তারপরও আমি টাকা দিতে রাজি হই। কিন্তু তিনি আমার কথা না শুনে
আমার দোকানে তালা দিয়ে দেন।
এ নিয়ে কথা কাটাকাটি হয় পূর্বে পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালায় এবং আমার দোকানে তালা
দিয়ে দেয়।
ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের মেম্বার মফিজুর রহমান বলেন, সে দীর্ঘদিন ধরে সুদের কারবার করে আসছে
এবং প্রভাব বিস্তার করে এলাকার বিভিন্ন মানুষের সাথে খারাপ ব্যবহার করে। তার বাড়ি পোমগাঁও
বাজারের পাশে হওয়ায় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে খারাপ আচরণ করে। তিনি আরও বলেন, ‘এই এলাকায়
সুদের কারবারিরা বেপরোয়া। তাঁদের সামাজিকভাবে মোকাবিলা করতে না পেরে ভুক্তভোগীদের আইনি
পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।’
বাজারের কয়েক জন ব্যবসায়ীর নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা পাওয়া যায়, ব্যবসায়ীরা আরো
জানায় দোকানের সামনে থাকা এক ফুসকা ব্যবসায়ীর দোকান ভাংচুর করে মালামাল ফেলে দেয়। সুদি
আনোয়ার হোসেনের ছেলে রেজাউল করিম বলেন আমার বাবা ঘটনাটি ঠিক করে নাই। তারা গত রাতে
আমাদের টাকা পরিশোদ করে দেন, আমরা তাদের ষ্ট্যাম্প দিয়ে দিয়েছি।
ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে
আইনী ব্যবস্থা নিব।

সংবাদ প্রকাশঃ  ১০-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email