মনোহরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত

সিটিভি নিউজ।।    মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২১ পালিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।
উদ্বোধন শেষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির, সাব রেজিস্ট্রার সিরাজুল হক, কানুনগো দেবব্রত দাস, নাজির মীর আবু বকর সিদ্দিক, অফিস সহকারী মাসুদ আলম প্রমুখ। সভায় উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, ‘আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহবান জানান তিনি।’

সংবাদ প্রকাশঃ  ০৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ