মনোহরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেরা উদ্যোক্তাদের সম্মাননা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি জানান ===
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেরা উদ্যোক্তাদেরকে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সংলগ্ন মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন। প্রদর্শনীতে নানা প্রজাতির কবুতর, হাঁস, মুরগী, গরু, ছাগল, ভেড়াসহ বিভিন্ন গৃহপালিত প্রাণি স্থান পায়।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির, পরিদর্শক (তদন্ত) রিপন বালা, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আল-ওয়াসিফ, উপ-সহকারী প্রণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল ভূঁঞা, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি সেলিম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, আব্দুল বাকি মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলএসপি মোখতার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। প্রাণিসম্পদের উন্নয়ন হলে দেশ ও জাতি আরো এগিয়ে যাবে। কর্মসংস্থানের সৃষ্টি হবে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আয়-উপার্জন বৃদ্ধি পাবে। তাই সকলকে প্রাণিসম্পদের উন্নয়নে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে আলোচনা শেষে প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী সেরা উদ্যোক্তাদেরকে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

সংবাদ প্রকাশঃ  ২৪-০২-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email