মনোহরগঞ্জে প্রতিপক্ষের হামলায় শিশুসহ আহত-২

সিটিভি নিউজ।।   মোঃ আলমগীর হোসেন ঃ   সংবাদদাতা জানান ===
কুমিল্লার মনোহরগঞ্জে খিলা ইউনিয়নের সাতেশ্বর গ্রামে প্রতিপক্ষের হামলা শিশুসহ দুইজন আহত হয়েছে। হামলায় শিউলী আক্তার (৩১) ও তার দেড় মাস বয়সী শিশু উম্মে মরিয়ম আহত হয়। এ ঘটনার শিউলী আক্তারের স্বামী মোঃ আবুল কালাম (৩৮) বাদী হয়ে গত ৭ এপ্রিল কুমিল্লা কোর্টে ৩২৩/৩০৭/৩৮০/৩৫৪/৫০৬ ধারা দন্ডবিধি অনুযায়ী তিনজনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। বিবাদীরা হলো- একই গ্রামে নুরুল ইসলামের ছেলে আবু (৩৮), মৃত লাল মিয়ার ছেলে আবুল বাশার (৩৮) ও তার ছেলে ইব্রাহিম ওরপে ইবু (২৫)। মামলার সূত্রে জানা যায়, বাদী ও বিবাদী একই বাড়ির বাসিন্দা। বাড়ি সীমানা নির্ধারণ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের কারণে বিবাদীগণ বিভিন্ন সময়ে বাদীর বসত ঘরের টিনের ছালে ইট-পাটকেল নিক্ষেপ করে বাদীদের উত্ত্যক্ত করার চেষ্টা করত। এরই ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল ইফতারের পূর্বে বাদীর বসত ঘরের টিনের ছালে ইট-পাটকেল নিক্ষেপ করার সময় শিউলী আক্তার বাধা দিলে বিবাদীগণ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে শিউলী আক্তার ও তার দেড় মাস বয়সী কন্যা শিশুকে মেরে আহত করে। বিবাদীগণ শিশু মরিয়মকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে। এ সময় বিবাদীগণ শিউলী আক্তারের কাপড়ের আঁছলে বাধা থাকা পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের শোর-চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি করে। কোর্টে মামলা করার পর থেকে বিবাদীগণ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। বিবাদীগণের হুমকি-দমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভূঁগছেন বলে জানান মামলার বাদী মোঃ আবুল কালাম।

সংবাদ প্রকাশঃ  ১৮-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ