মনোহরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতাঃ   দীর্ঘ ১৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হলো বিদ্যালয় আঙ্গিনা। স্বরূপে ফিরে এল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নিজ বিদ্যালয়ে আসার পর উচ্চসিত দেখা গেছে শিক্ষার্থীদের। অভিভাবকরাও সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পেরে খুশি। গতকাল রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কুমিল্লার মনোহরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। উপজেলার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরন করে নিতে ফুল, চকলেট, শ্রেণী কক্ষে ব্যানার, পোষ্টার সহ নানা আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে সুরক্ষায় সামগ্রী। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেন।  সংবাদ প্রকাশঃ  ১২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email