মনোহরগঞ্জের হাসনাবাদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ

সিটিভি নিউজ।।   মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৩নং হাসনাবাদ ইউনিয়ন পরিষদে ২০২০-২১ অর্থ বছরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভিজিএফ (নগদ অর্থ) এবং চলমান করোনা পরিস্থিতির কারনে জিআর তালিকাভুক্তদের মাঝে নগদ অর্থ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভিজিএফ(নগদ অর্থ) উপহার পেয়েছেন সমাজের অসচ্ছল ও সুবিধা বঞ্চিত পরিবার।
গতকাল সকালে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও ইউনিয়ন সদস্য সচিব মোঃ শাহজালাল সবুজ সহ সকল ইউপি সদস্যগণ। এসময় ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, ‘করোনার এই চরম দুঃসময়ে সমাজের নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছেন। হাসনাবাদ ইউনিয়নে নিম্ন আয়ের ৫০০ জন পরিবার ৫০০ টাকা এবং ৬৫১ জন পরিবার ৪৫০ টাকা করে পেয়েছে।’

সংবাদ প্রকাশঃ  ১০২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ