মনোহরগঞ্জের পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অর্জন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
 সিটিভি নিউজ।।   মোঃ হুমায়ুন কবির মানিক,  কুমিল্লা প্রতিনিধি:।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিল কানেক্টিং ক্লাসরুমের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অর্জন
 অর্জন করেছে। স্কুল লিডার ছিলেন, প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। এতে ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) হোসাইন আহমেদ আপন। শিক্ষার্থীরা স্কাইপি, হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে বিশ্বের প্রায় সাতটি দেশের সাতের অধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাদের বিভিন্ন কারিকুলাম কর্মকাণ্ড শেয়ার করে এবং অন্যান্য দেশের শিক্ষার্থীদের কর্মকাণ্ডগুলোও তারা পর্যবেক্ষণ করে। স্কাইপি ভিডিয়ো কলে শিক্ষার্থীরা নিজেদের কাজগুলো পার্টনার স্কুলের শিক্ষার্থীদের দেখায় এবং পার্টনার স্কুলের শিক্ষার্থীদের কাজগুলোও দেখে।  এই কর্মকাণ্ড করতে গিয়ে শিক্ষার্থীদের মাঝে ছয়টি কোর স্কীল ডেভেলপ হয়। এগুলোর মধ্যে রয়েছে,
১। Critical thinking and Problem Solving
২। Creativity and Imagination
৩। Communication and Collaboration
৪। Citizenship
৫। Digital Literacy
৬। Leadership and personal development.

ছয়মাস ব্যাপী এই কার্যক্রমে চারটি কমিউনিটি যুক্ত ছিলেন। তাদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা কর্মকর্তাগণ ছিলেন। সারাদেশে ২০১৯ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ছয়মাস ব্যাপী কার্যক্রম শেষে ২১টি স্কুল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অর্জন করে। তন্মধ্যে পোমগাঁও উচ্চ বিদ্যালয় তালিকায় ৬ষ্ঠ স্থানে তালিকাভুক্ত হয়। বুধবার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম কমল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস-চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম,  মনোহরগঞ্জর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য  মেডিকেল     অফিসার ডাঃ ফারুক হোসাইন,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ২৮-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email