মনোহরগঞ্জকে মাদকমুক্ত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ

সিটিভি নিউজ।।   ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:=======
কুমিল্লার মনোহরগঞ্জ-লাকসামকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষনা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। জনপ্রতিনিধিদেরকে মাদকের সাথে জড়িতদের তালিকা প্রনয়ন ও প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। মাদক নির্মুলে আইনশৃংখলা বাহিনীকে হুকুম দিয়ে মন্ত্রী বলেন মাদক কারবারীরা ধরা খেলে যেন বের হতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। মন্ত্রী বলেন মাদকের বিরূদ্ধে এমন ব্যবস্থা নিতে হবে যাতে লাকসাম-মনোহরগঞ্জ মাদকমুক্ত হয়ে সারাদেশের কাছে উদাহরন হয়ে থাকে। তিনি বলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখি সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন । সারা পৃথিবীর মানুষের কাছে আমরা একটি আতœমর্যাদাশীল জাতি হব, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নতী হবে, সমাজে সুশাসন কায়েম হবে, এজন্য বঙ্গবন্ধু সারাজীবন লড়াই সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অবর্তমানে এসে স্বাধীনতার নেতৃত্বকারীদল বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতির দায়িত্ব পালন শুরু করেন। মন্ত্রী বলেন ১৯৯৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশকে সমৃদ্ধশালী করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৈরী করা হয় উন্নয়ন পরিকল্পনা। খাদ্য উৎপাদনকে গুরুত্ব দিয়ে কমমূল্যে কৃষকের কাছে সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিয়ে কৃষি ব্যস্থাপনাকে অগ্রাধীকার দেন বঙ্গবন্ধু কন্যা। এ সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন হয়েছে। শিল্পায়নের মাধ্যমে অসংখ্য মানুষের কর্মের ব্যবস্থা করা হয়েছে। দেশে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন ব্যবস্থাপনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন উন্নয়ন শুধু লাকসাম-মনোহরগঞ্জে নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে ধারাবাহিক উন্নয়নের ছোঁয়া সারাদেশে লেগেছে। স্বপ্নের পদ্মাসেত,ু মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, ফ্লাই ওভার নির্মানসহ দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ১৭ জুন শনিবার সকাল ১১টায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সুশীল সমাজ, ব্যাবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী নেতা কর্মীদেরকে সাধারন মানুষের কাছে নিজ এলাকার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট চাওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার, জনস্বাস্থ্য কুমিল্লার নির্বাহী প্রকৌশলী নাসির উল্ল্যা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সফিউল আলম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা উন্নয়ন সমন্বয়ক ও যুবলীগ নেতা কামাল হোসেন, জানে আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক রুহুল আমিন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামিম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।

সংবাদ প্রকাশঃ ১৮০৬২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ