মতিঝিলে টিপু ও প্রীতি খুনের বিচারের দাবীতে মানববন্ধন ও দোয়া মাহফিল করেছে মুরাদনগর উপজেলা বিভিন্ন সংগঠন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     আবুল কালাম আজাদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ ০১-০৪-২২
রাজধানীর শাহজাহানপুরে আমতলী এলাকায় সড়কে জোড়া খুনের মতিঝিল আওয়ামীলীগ নেতা জাহিদুল আসলাম টিপু ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি খুনের বিচারের বাদীতে মানববন্ধন ও দোয়া মাহফিল করেছে মুরাদনগর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন। সামিয়া আফনান প্রীতি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়নের কড়ই বাড়ী গ্রামের জামাল হোসেনের মেয়ে।
কড়ই বাড়ী আদর্শ সমাজকল্যান সংগঠনের উদ্যোগে কোম্পানীগঞ্জ-নবীনগর আঞ্চলিক মহাসড়কের কড়ই বাড়ী বাজারে গতকাল শুক্রবার সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ গ্রহন করেন, ২ নং আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শিমুল বিল্লা শিমুল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সরকার, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগ যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মেয়ের চাচা মোঃ সুলতান আহমেদ,মোঃ হোসেন মিয়া, পল্লি চিকিসৎক হারুনুর রশিদ। ইউপি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, সেচ্ছাসেবী সংগঠন ’মানবতার ডাকে প্রত্যেয়’ বাঙ্গরা বাজার থানা সভাপতি ইয়ামিন আহমেদ জয়, সার্ক মানবাদিকার অধিবেশন প্রতিনিধি আজহারুল ইসলাম, পীরকাশিমপুর মানবকল্যান প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ইমন, নবীনগর উপজেলা ব্লার্ডব্যাংক প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ, শ্রমিকলীগ নেতা আবু বক্কর সিদ্দিক, আওয়ামীলীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক সুলতান আহমেদ মুক্কু, কড়ইবাড়ী পশ্চিম পাড়া বায়তুল ফালা জামে মসজিদের ইমাম মাওলানা আবু মুসা, সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, হাফেজ মাহমুদুল হাসান, মোঃ গোলাম নবী, মোঃ আশ্রাফুল ইসলাম,মোঃ জহির, মোতালেব সরকার জনি, শামিম মিয়া, সজল মিয়া মোঃ স্বপন ও পীরকাশিমপুর গ্রামের মোঃ বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, শরিফুলজামান সরকার।
উল্লেখ্য,গতবৃহস্পতিবার রাতে রাজধানী শাহজাহানপুর আমতলী এলাকায় সড়কে খুন হন মতিঝিল আওয়ামীলীগ নেতা জাহিদুল আসলাম টিপু ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়িচালক মুন্নাও।

সংবাদ প্রকাশঃ  0১-০৪-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email