ভোলায় হত্যার প্রতিবাদে চৌদ্দগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

 সিটিভি নিউজ।।  মোঃ বেলাল হোসাইন   চৌদ্দগ্রাম, কুমিল্লা  ====  ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও ভোলা সদরের ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী যুবদল চৌদ্দগ্রাম উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ই আগষ্ট) বিকেলে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল পরবর্তী উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণ, জেলা বিএনপি নেতা এ্যাড. হুমায়ুন কবির পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী কবির হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী জসিম, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব ইছহাক ব্যাপারী, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক নাজমুল হক, উপজেলা বিএনপি নেতা হাসান রশিদ, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব এম. জহির, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ সবুজ, বিএনপি নেতা হুমায়ুন কবির চৌধুরী, বিপ্লব চৌধুরী ভানু, চিওড়া ইউপি’র সদস্য ও যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, তোফায়েল আহমেদ বাবলু, খোরশেদ আলম, প্রবাসী ফোরাম নেতা মোঃ সুমন, উপজেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আনোয়ার তুহিন, মীর শাহাদাত হোসেন রিয়াদ প্রমুখ।
উল্লেখ্য গত ৩১শে জুলাই ভোলা জেলা বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে বিএনপি। একপর্যায়ে পুলিশ বিএনপি সংঘর্ষে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই স্বেচ্ছাসেবকদল নেতা রহিম উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুর আলমসহ বেশ কয়েকজন। পরে আহত নুর আলমকে ঢাকায় আনা হলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। গত বুধবার ঢাকার একটি হাসপাতালে আহত ছাত্রদল নেতা নুর আলমকে মৃত ঘোষনা করেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।

সংবাদ প্রকাশঃ  ০৪-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email