ভোটররা শান্তিপূর্ণভাবে ভোটদিতে পারলে আমি বিজয়ী হবো= মেয়র প্রার্থি সাক্কু

সিটিভি নিউজ।।     ভোটের দিন যতো ঘনিয়ে আসছে ততই উৎসবের নগরে পরিণত হচ্ছে কুমিল্লা শহর। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাল্টাপাল্টি অভিযোগ বাড়ছে মেয়র প্রার্থীদের। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরাও। কুমিল্লা

নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে কুমিল্লা নগরীতে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। প্রার্থীদের সময় কাটছে গণসংযোগ আর উঠান বৈঠকে। ৮ জুন বুধবার  টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু সকাল 10:30 AM —- ২নং ওয়ার্ডের মগবাড়ি চৌমহনী হতে গণসংযোগ শুরু করেন।  দুপুর 01:00 PM—– ৩নং ওয়ার্ড কালিয়াঝুড়ি মাজার সড়ক হতে গণসংযোগ করেন।  বাদ আছর— 5:00 PM—– ২নং ওয়ার্ডের মফিজাবাদ কোলনীতে উঠান বৈঠক করেন।  বাদ মাগরিব—- 7:00 PM—– ৩নং ওয়ার্ডের রেসকোর্স NR স্কুল মাঠে উঠান বৈঠক করেন। মেয়র প্রার্থি  মনিরুল হক সাক্কু বলেন, গত ১০বছর সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম নগরবাসীর নাগরিক সেবা করেছি,ভোটররা শান্তিপূর্ণভাবে ভোটদিতে পারলে আমি বিজয়ী হবো।

অপরদিকে  বুধবার বিকাল 4:00 PM মেয়র প্রার্থি  মনিরুল হক সাক্কুর পত্নী ১নং ওয়ার্ডের বিষ্মপুর মধ্যপাড়া মসজিদ সংলগ্ন মাঠে একটি বৈধকে যোগদান করেন এবং ঘড়ি মার্ক ায়  ভোট প্রার্থ না করে  বক্তব্য রাখেন
5:00 PM ১নং ওয়ার্ডের বাটপাড়া জনাব সোহাগ সাহেবের বাড়িতে উঠান বৈঠকে যোগদান করেন।
7:00PM—১২নং ওয়ার্ডের উত্তর চর্থা এলাকার জনাব ফেরদৌস সাহেবের বাসায় বৈঠকে যোগদান করেন।

সংবাদ প্রকাশঃ  ০৮-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ