ভারেল্লা কুসুমপুর গ্রামে জনচলাচলের রাস্তায় বাধাপ্রদান ও নারী ও শিশুকে মারধরের বিচারদাবীতে সাংবাদিক সম্মেলন

সিটিভি নিউজ।। কুমিল্লা বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কুসুমপুর গ্রামে জনচলাচলের রাস্তায় বাধাপ্রদান ও জমির বিরোধে নারী ও শিশুর ওপর মারধর ও  হামলার বিচারদাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন মোঃ মিজানিুর রহমান ও আলেয়া আক্তার। গত ২৬ অক্টোবর বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে হামলার শিকার মিজানুর রহমান (পিতা মোঃ নোয়াব মিয়া) বলেন , আমার বাড়ীর উত্তর দিকে যাবার জন্য চলচলের রাস্তার জমি ক্রয়য়ের জন্যে বড়বোন কুহিনুর বেগমকে ১২০ফুট লম্বার ও ৪ ফুট প্রস্থের রাস্তার জন্যে ৪বছর আগে ১লাখ টাকা প্রদান করি। রাস্তা ক্রয় করার সময় কথা ছিল আমার ভগ্নি পতি  মোঃ খোকন মিয়া বিদেশ থেকে দেশে এসে আমাকে দলিল বুঝিয়ে দেবেন। খোকন মিয়া দেশে আসার আগেই তিনজন ভূমি পরিমাপক সার্ভে আমিন এনে জায়গা মেপে আমাকে ১২০ফুট লম্বার ৪ফুট প্রস্থের রাস্তা বুঝাইয়া দেয়। এই রাস্তায় আমি মাটি ভরাট করি এবং দীঘ চার বছর ধরে আমি এবং আমার বাড়ির লোকজন সহ গ্রামের সকল মানুষ এই রাস্তায় চলচল করেছেন। এই অবস্থায় আমার বাবা আমার সৎ মা র পরোচনায় এই রাস্তাটি বন্ধ করার ষড়যন্ত্র করছে এবং আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে যে জায়গার দলিল বুঝিয়ে দেবেনা। এর পর এই রাস্তার কারনে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানী করছে। গত ৯ অক্টোবর আমার বড় ভাই  প্রবাসি শাহজাহানের স্ত্রী আলেয়া বেগম ও তার কণ্যা কুলসুম আক্তারকে মারধর করেছে ঐ এলাকার সন্ত্রাসী জিয়াউর রহমান. সাগর,মোঃ মিকাইল,মোঃ নোয়াব মিয়া ও শাকিলসহ   আরো কয়েকজন।  এই রাস্তার ব্যাপারে ইউপি চেয়ারম্যান মেম্বার ও স্থানীয়দের কাছে নালিশ করলে বিবাদী পক্ষ সামাজিক বিচারে বসতে রাজিনা। উল্টো সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় আমাদেরকে হয়রানী করছে বিধায় আমরা  প্রশোসনের কাছে সহায়তা চাচ্ছি।  সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আলোয়া আক্তার ,মিজানুর রহমান,কুসুম আক্তার,ইউনুস মেম্বার ও আবদুল লতিফ সরকার।

সংবাদ প্রকাশঃ  ২৬-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ