ব্রাহ্মণপাড়ায় সাবেক আইনমন্ত্রী অ্যডভোকেট আব্দুল  মতিন খসরুর ১ম মৃত্যু বার্ষিকী পালিত

 সিটিভি নিউজ।।     সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি
 সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি বাংলাদেশ বাংলাদেশ বার কাউন্সিল এর সাবেক এক্সকিউটিব চেয়ারম্যান এবং  আওয়ামীলীগ কেন্দ্রী কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুরে আব্দুল   মতিন খসরুর নিজ বাড়ি প্রাঙ্গণে এ দোয়া মাহফিল ও কাঙ্গালি  ভোজের আয়োজন করা হয় । অনুষ্ঠানে
 প্রয়াত এই বর্ষীয়ান নেতার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন তাঁর সহধর্মিণী সেলিমা সোবহান খসরু। এছাড়া দোয়া মোনাজাতে আসা নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার করব জিয়ারত করেন।
এতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল হাসেম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যডভোকেট আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ছারোয়ার খান, মনিরুল হক ঠিকাদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তফা আলী শাহীন, সহ সভাপতি মাসুদুজ্জান মাসুদ সরকার, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল জলিল প্রমুখ।সংবাদ প্রকাশঃ  0২-০৪-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ